আগরতলা:বিমান বিরম্বনার শেষ নেই।দেশের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর বিমান পরিষেবা শুক্রবারও মুখ থুবড়ে পড়েছে গোটা দেশের। সেদিনও দেশজুড়ে প্রায় ৩০০ বিমান বাতিল করতে হয়েছে ইন্ডিগোকে।

শুধু দেশীয় উড়ান নয়, আন্তর্জাতিক উড়ানেও বাতিল হয়েছে ইন্ডিগোর বিমান। ত্রিপুরার এম বি বি বিমান বন্দরেও চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।বিনা নোটিশেই একের পর এক বিমান বাতিল! গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্য একের পর এক বাতিল হচ্ছে ইন্ডিগোর বিমান। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শুক্রবার আগরতলা এমবিবি বিমান বন্দরেরও একই চিত্র ধরা পড়েছে। যাত্রীদের অভিযোগ, কোন নোটিশ ছাড়াই বিমান বাতিল করেছে ইন্ডিগো সংস্থা। বিমানবন্দরে আসার পর যাত্রীদের বিমান বাতিলের কথা জানানো হচ্ছে সংস্থার তরফে। এমনকি সংস্থার পক্ষ থেকে যাত্রীদের কোন সহায়তাও করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা জানতে চাইলে সংস্থার তরফে অভব্য আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

যাত্রীদের অভিমত বিমান সংস্থাগুলিকে বেসরকারিকরণ করায় সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় সংস্থাগুলি নিজেদের মর্জি মাফিক চলছে । ফলে এরা যখন তখন বিমান বাতিল করে দেয়। সংস্থার তরফে জানানো হয় বিমানের প্রযুক্তিগত সংস্কার ও কর্মী স্বল্পতার কারণে তাদের বিমান বাতিল করতে হয়েছে।যার ফলে যাত্রী দুর্ভোগ চরণে উঠে। ইন্ডিগো বিমান সংস্থা প্রতিদিন প্রায় ২৩০০ দেশীয় ও আন্তর্জাতিক উড়ান চালায়। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলট অভিযোগ করেছে যে, নয়া ফ্লাইট ডিউটি এবং বিশ্রামের সময় নিয়ে যে নির্দেশিকা জারি হয়েছে তাও হয়ে গেছে দুই বছর।

কিন্তু ইন্ডিগো কর্তৃপক্ষ এতে আমল দেইনি। তারা এর বাস্তবায়ন ঘটায়নি। এদিন পাইলটদের সংগঠন তাই ডিজি এস এর কাজে আবেদন করেছে তারা যেন সিগন্যাল ফ্লাইট সিডিউলের অনুমোদন না দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *