আগরতলা: ত্রিপুরা সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর আইএইচসিএল-র।ভারতে এই প্রথম আইএইচসিএলের সঙ্গে কোন সরকারের মৌ স্বাক্ষর হল বিলাস বহুল হোটেলের জন্য।বহু বছর ধরেই পুস্পবন্ত প্যালেসে ছিল রাজভবন। পরে নিউ ক্যাপিট্যাল কমপ্লেক্স এলাকায় নতুন রাজ ভবন চলে যাওয়ায় এক প্রকার খালি পড়ে রয়েছে রাজন্য স্মৃতি বিজড়িত পুস্পবন্ত প্যালেস। এর পরেই এই প্যালেসকে ঘিরে বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা নেওয়া হয় সরকারের তরফে। এজন্য জন্য তাজ গ্রুপের সঙ্গে কথাও হয়।
প্রথমে এই খবর চাউর হতেই এর বিরোধিতায় ময়দানেও নেমেছিল সরকারের জোট শরিক তিপ্রা মথা। পরে সরকারের তরফে তাদের সঙ্গে আলোচনা হয়। অবশেষে সমস্ত কিছুর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টাটা গ্রুপের অংশ আই এইচ সি এলকে পুস্পবন্ত প্যালেস হোটেলের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়। আর এনিয়ে মৌ স্বাক্ষরও হল হোলি উৎসবের দিনে।
শুক্রবার রাজধানীর টি আই এফ টিতে হয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে মৌ স্বাক্ষর। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, আই এইচ সি এলের এরিয়া ডিরেক্টর অব জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস, প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে মোহন চন্দ্রন সহ অন্যরা। তাজ পুস্পবন্ত প্যালেস নামাঙ্কিত হোটেল হবে এটি। মৌ স্বাক্ষরের পরে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এদিনটি ত্রিপুরার ইতিহাসে একটি মাইল স্টোন হিসেবে থাকবে।
বিশ্বমানের পাঁচতারা হোটেল করা হবে। ভারতে এটা প্রথম আই এইচ সি এলের সঙ্গে কোন সরকারের মৌ স্বাক্ষর হয়েছে। এই হোটেলে থাকবে ১০০-র মতো রুম। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় করবে আই এইচ সি এল হোটেল নির্মাণে।।