আগরতলা : “সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান” উপলক্ষে আজ একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আগরতলা পুরনিগম ইউপিএইচসি-তে। মুখ্য স্বাস্থ্য অধিকারিক কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত এই শিবির পরিদর্শন করেন ড. সুশীল বিমল, ডেপুটি কমিশনার, এনইউএইচএম (NUHM), ভারত সরকার। এদিন রাজ্য ও দপ্তরের বিভিন্ন পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।শিবিরে বিনামূল্যে একাধিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। এর […]