Posted inরাজনীতি

এস.আই.আর, বিদ্যুৎ সহ বিভিন্ন ইস্যুতে সিপিআই (এমএল)এর গণঅবস্থান

আগরতলা।।এস.আই.আর বাতিল সহ চার দফা দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সামনে তিন ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে সিপিআই(এমএল)। তাঁদের দাবি, অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নেতা বলেন, এসআইআর নিয়ে বিজেপি সরকার প্রজাতন্ত্রের উপর আক্রমণ করেছে। ভোটার তালিকা সংশোধনীর নামে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। […]