আগরতলা।।ধনদেবীর আরাধনার প্রস্তুতি চলছে ঘরে ঘরে। জমে উঠেছে বাজার। প্রতিমা থেকে পূজার আনুষঙ্গিক সমস্ত জিনিস পত্রই রয়েছে বাজারে। দাম কিছুটা বেশি হলেও চাহিদা কিংবা জোগানে কোনোরকম খামতি নেই। সোমবার অশ্বিনের পূর্ণিমা তিথিতে পূজিতা হবেন ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষী। শনিবার থেকেই রাজধানীর বিভিন্ন বাজার বেশ জমে উঠেছে। রবিবার বাজারগুলিতে দেখা যায় আরো বেশি ভিড়। মহারাজগঞ্জ বাজার […]