আগরতলা।।রামঠাকুর কলেজে ছাত্র ভর্তি নিয়ে শুক্রবার চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভীত সন্ত্রস্ত শিক্ষক শিক্ষিকারা পুলিশ ডাকতে বাধ্য হন । শেষ পর্যন্ত যুব মোর্চার স্থানীয় নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজধানীর রামঠাকুর কলেজে ছাত্র ভর্তি নিয়ে কিছুদিন ধরে জটিলতা চলছে বলে অভিযোগ । বড়দোয়ালি , বাধারঘাট ও সূর্যমনিনগর এলাকার প্রায় ৪০০ ছাত্র ছাত্রী এখনো কলেজে […]