আগরতলা।।কৃষির পাশাপাশি এখন উদ্যান বিভাগেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার নাগিছড়া স্থিত হর্টিকালচার রিসার্চ স্টেশন পরিদর্শন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি ম্যাংগোস্ট্যান গাছের চারা রোপন করেন। এবং রামবুটন গাছের পরীক্ষামূলক ভাবে উৎপাদিত ফলন পর্যবেক্ষণ করেন। প্রথমবারের মতো রামবুটন ফলের চাষ করা হয়েছে এখানে। আগামী দিনে সারা রাজ্য এর […]