আগরতলা: প্রতি বছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয় রাজ্যে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বিশ্ব নাট্য দিবসে শিল্পতীর্থ ও সম্মিলিত নাট্য প্রয়াসের যৌথ উদ্যোগে বিশ্ব নাট্য দিবসে আগরতলায় হয় অনুষ্ঠান। এদিন বিকেলে আগরতলা শহরে হয় নাট্যজনদের পথযাত্রা। রাজধানীর প্যারাডাইস চৌমুহনি থেকে বের হয় পদযাত্রা। গানে গানে শহরের বিভিন্ন পথ […]