আগরতলা: পাস হল ২০২৫-২৬ অর্থবর্ষের পুর নিগমের ৪৭৬ কোটি টাকার বাজেট। কর্পোরেটরদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পাস হল পুর নিগমের বাজেট। সোমবার পুর নিগমের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে হয় বাজেট আলোচনা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডঃ বিশাল কুমার সহ সব কর্পোরেটর ও সংশ্লিষ্ট আধিকারিকরা। বাজেট নিয়ে পুর নিগমের মেয়র […]