আগরতলা।।বর্তমান সরকারের আমলে কোনো আন্দোলন করতে হয়না। ৭০০ টাকার ভাতা ২০০০ টাকা করা হয়েছে। এখন বেনিফিসিয়ারির একাউন্টে সরাসরি টাকা ঢুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ব্যবস্থা করেছেন। বিজেপি সরকার চাইছে মহিলাদের আত্মনির্ভর করতে। তার জন্যে স্বসহায়ক দল গড়া হচ্ছে। বুধবার টাউন প্রতাপ গড় এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত গণেশ পূজারউদ্বোধন করে এই কথাগুলি বলেন সাংসদ রাজিব ভট্টাচার্য। […]