আগরতলা।।একাংশ নেশাগ্রস্ত যুবকদের কাছে এখন চকলেট হয়ে উঠেছে পছন্দের জিনিস। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। চকলেটও চুরি হয় এখন। চকলেটের সঙ্গে বিভিন্ন নেশাজাত সামগ্রী মিশিয়ে তা সেবন করে নেশাগ্রস্ত যুবকরা। রাজধানীর স্মার্ট বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান চকলেট চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পরে এক চোর। তার নাম সুকান্ত দাস। বাড়ি ধলেশ্বর জয়গুরু এলাকায়। […]