আগরতলা।।পশ্চিম আগরতলা থানার পুলিশ চুরি যাওয়া একটি লেপটপ সহ দুই চোরকে গ্রেফতার বৃহস্পতিবার সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায় পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। মেলারমাঠ এলাকায় গত ১১ জুলাই একটি দোকান থেকে ল্যাপটপ ও কিছু নগদ টাকা চুরি হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ যৌথভাবে […]