আগরতলা।।আরো এক চোর ধরা পড়লো পুলিশের হাতে। দীর্ঘদিন ধরে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় এসি মেশিনের তার চুরি করে আসছিলো এক দাগি চোর। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে ওই দাগি চোর। ধৃতের নাম নূর ইসলাম হুসেন। রবিবার বটতলা এলাকা থেকে আটক করা হয় তাকে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। ধৃত […]