আগরতলা : আগামীকাল ১২ই ডিসেম্বর ট্যুরিজম ডিপার্টমেন্টের আয়োজিত জুবিন নটিয়াল কনসার্টের পাস ঘিরে আজ শেষ দিনে দেখা গেল ব্যাপক বিশৃঙ্খলা। বিকেল পাঁচটা পর্যন্ত পাস বিতরণ করা হবে বলে ঘোষণা করা হয়। এরপর সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ছ’টা পর্যন্ত পাস দেওয়ার কথা জানানো হয়।কিন্তু নির্ধারিত সময় পেরোতেই কর্তৃপক্ষ জানিয়ে দেয়—পাস শেষ, আর বিতরণ হবে না। এই ঘোষণা […]
