আগরতলা : বড়দিনের উৎসবের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরে ‘তুলসী পূজন দিবস’ পালনের সূচনা হয়েছিল ২০১৪ সালে। ভারতের সাধু-সন্তরা তুলসীর ধর্মীয় ও ঔষধি গুরুত্ব বিচার করে এই দিনটিকে পূজার জন্য নির্ধারিত করেন। এর পর থেকেই প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে তুলসী মাতার বিশেষ আরাধনা করে আসছেন। মনে করা হয়, এই দিনে ভক্তিভরে পূজা করলে মা […]
