আগরতলা :রোমান হরফ নিয়ে ফের উত্তপ্ত হচ্ছে রাজ্য। আগামী ১৮ ডিসেম্বর আগরতলা সহ সারা রাজ্যে মিছিল করতে ছাত্র সংগঠনের কর্মীদের নির্দেশ দিয়েছেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনে জনজাতি মোর্চার সমাবেশে দাঁড়িয়ে রোমান হরফ নয়, দেব নগরী হরফের পক্ষেই নিজের মত দিয়েছেন। রোমান হরফ ইংরেজদের হরফ। আর এর […]
