আগরতলা: লোকালয়ে এক মস্ত বড় অজগর সাপ কে ঘিরে কৌতুহলী জনতার ঢল চড়িলাম পুরান বাড়ি এলাকায়। ঘটনা সোমবার রাতে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন পুরান বাড়ি এলাকায় বিনয় কর্মকারের পুকুরের পাড়ে। হঠাৎ করে এলাকার কয়েকজন চড়িলাম বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে দেখতে পায় একটি বিশাল বড় অজগর সাপ রাস্তার পাশে পড়ে রয়েছে। অজগর সাপটিকে দেখে […]
