আগরতলা:আগরতলা শহরে ফের সাংবাদিকের উপর নৃশংস হামলার ঘটনা সামনে এলো।মঙ্গলবার রাত্র আনুমানিক এগারোটা নাগাদ বড়দোয়ালী সংলগ্ন এলাকায় দৈনিক সংবাদ এর সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের উপর দুষ্কৃতিরা প্রাণ ঘাতী হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।এই ঘটনায় শহর জুড়ে সাংবাদিক দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের অভিযোগ অনুযায়ী, বড়দোয়ালী মিলন সংঘ […]
