আগরতলা।।দীপাবলির দিনে চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। সোমবার এই ধরণের ৩০ টি মোবাইল মালিকের হাতে তুলে দেয় পশ্চিম আগরতলা থানার পুলিশ। থানায় পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, জেলার সহকারী পুলিশ সুপার ধ্রুবনাথ, এস ডি পিও দেবপ্রসাদ রায় এর উপস্তিতিতে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে […]
