আগরতলা:রাজ্যে আলু উৎপাদনে বিপ্লব আনতে সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। আজ মহাকরণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান, এবছর রাজ্যের মোট ৬ হাজার কৃষককে এআরসি (ARC) পদ্ধতিতে আলু চাষের জন্য সহায়তা দেওয়া হবে। মন্ত্রী জানান, প্রত্যেক কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা সহায়তা ও ১,০০০ টাকার কৃষি সামগ্রী দেওয়া হবে। এই প্রকল্পে সরকারের […]
