আগরতলা:হাইকোর্টে সরকারের বড় ধাক্কা!পাঁচ বছরের স্থির বেতনের সরকারি চাকুরীর সিদ্ধান্ত খারিজ হল উচ্চ আদালতে।চাকুরীর প্রথম দিন থেকেই নিয়মিত বেতন ক্রম দেওয়ার সিদ্ধান্ত দিল ত্রিপুরা উচ্চ আদালত। উপকৃত হবেন টেট শিক্ষক সহ অন্যান্য স্থায়ী নিয়োগ প্রাপ্ত সরকারি কর্মচারীরা।এ কথা জানান রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি মাননীয় প্রধান […]
