আগরতলা।।আগরতলায় আজ ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন (TERC) আগামী অর্থবছর ২০২৫–২৬-এর নতুন বিদ্যুৎ ট্যারিফ প্রকাশ করেছে, যেখানে সাধারণ গ্রাহকদের জন্য বেশ কিছু স্বস্তির পরিবর্তন আনা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, এনার্জি চার্জ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, ইউনিট অনুযায়ী বিদ্যুতের মূল দাম বাড়ছে না, ফলে সাধারণ পরিবারের মাসিক খরচ আগের মতোই থাকবে। অর্থনৈতিক চাপে থাকা বহু পরিবারের জন্য এটি […]
