Posted inরাজনীতি

মন রেগা বাঁচাও কর্মসূচিতে সারা রাজ্য জুড়ে কংগ্রেসের অনশন

আগরতলা:বি ভি জি রাম জি প্রকল্প বাতিল করে মন রেগা পুনর্বহালের দাবিতে রবিবার আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে গন অনশনে বসে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, সভাপতি আশিষ কুমার সাহা সহ অন্যান্যরা। সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেসের পক্ষ থেকে মন রেগাকে মহাত্মা গান্ধী এমজি এন্ড এমপ্লয়মেন্ট অ্যাক্ট কে পুনরায় […]