Posted inরাজ্য

নিয়মিত রক্তদানের আহ্বান মেয়রের

আগরতলা।।রক্তদান মহৎ দান। এই বার্তাটিকে সামনে রেখে দি স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার আই এম এ হাউসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্যী, বিশিষ্ট সমাজসেবক চন্দন দেবনাথ সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদান একটা সামাজিক কর্মসূচির রূপ […]