আগরতলা।।শুধু সরকারি সুযোগ সুবিধা দিয়ে বেনিফিশিয়ারি গড়ে তোলাই নয় এর পাশাপাশি মানুষ যেন সুস্থ থাকেন সেই চেষ্টাও করছে বর্তমান রাজ্য সরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ওপেন জিম খোলা হচ্ছে। মানুষ যেন শরীর চার্চ করতে পারেন। কথাগুলি বলেছেন সূর্যমনিনগর কেন্দ্রের বিধায়ক তথা বিধানসবার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শনিবার ডুকলি বাজারে পুর নিগমের ৪৪ নাম্বার ওয়ার্ডের […]