আগরতলা ।।দীর্ঘ সাত বছর পর প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল গঠন করা হয়েছে রাজ্যে । এর চেয়ারম্যান হয়েছেন সোনামুড়র মোঃ রোল আমিন । এছাড়া রয়েছেন নয়জন জেলা সভাপতি পাঁচজন সহ-সভাপতি চারজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সম্পাদক । প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাদের নামের ঘোষণা দেন । রবিবার কংগ্রেস ভবনে সংখ্যালঘু সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে […]
