আগরতলা।।ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে একদিনের বর্ধিত সভার আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা হলে। নেশা নয় চাকরী চাই, এই স্লোগানকে সামনে রেখে বর্ধিত সাভার আয়োজন। তাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বিরজিত সিনহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রয়বর্মন তার বক্তব্যে বিজেপিকে এক হাত […]