Posted inরাজ্য

প্রয়াত ফটিকায়ের বিশিষ্ট সমাজসেবী, শোক

আগরতলা : চলে গেলেন ফটিকায় এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ মৃদুল কান্তি দাস। ১৯৫৮ ইংরেজিতে উনার জন্ম ফটিকরায়ে। পিতা রবীন্দ্রনাথ দাস ছিলেন “ডিড রাইটার সর্বজন পরিচিত ব্যক্তিত্ব। ৪ ভাই ও তিন বোনের মধ্যে “মৃদুল কান্তি দাস ছিলেন তৃতীয় সন্তান, তিনি ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়াশোনা করে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। খেলাধুলায় তিনি […]