আগরতলা, ১৫ ডিসেম্বর: বর্তমানে ত্রিপুরার খেলাধুলার অঙ্গণে রাজনীতির কোন স্থান নেই, মেধাকেই অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। দিব্যাঙ্গজন ক্রীড়াবিদরা সমাজের কাছে সাহস, আত্মবিশ্বাস ও অদম্য মানসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শারীরিক সীমাবদ্ধতা কখনো প্রতিভা বা সাফল্যের অন্তরায় হতে পারে না। প্যারা ক্রীড়াবিদদের সাফল্যই জীবন্ত প্রমাণ। .
