Posted inরাজ্য

ব্রাউন সুগার সহ দুই মহিলাকে বনকুমারি থেকে গ্রেফতার করে পুলিশ

আগরতলা ।। সাধারণ নেশাজাত দ্রব্যের কারবারের পাশাপাশি ব্রাউন সুগার এর মতো মারাত্মক নেশা সামগ্রীর কারবার ও পাচারে জড়িয়ে পড়ছে মহিলারাও। পূর্ব আগরতলা থানার পুলিশ রবিবার বনকুমারি অটো স্ট্যান্ডে অভিযান চালিয়ে দুই মহিলাকে ব্রাউন সুগার সহ গ্রেফতার করেছে। ধৃতরা হলো সাখিনা বেগম (৪৫) এবং জেসমিন আখতার (৩৫)। তাদের একজনের বাড়ি বিশালগড় ও অন্যজনের বাড়ি মধুপুর এলাকায়। […]