আগরতলা।।শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সুন্দরবনের ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’-এ অত্যন্ত্ শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা দিবস উদযাপন করেছে।১৯৪৭ সালে ২২ জুলাই ভারতীয় তেরঙ্গাকে দেশের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করার স্মৃতি হিসেবে এদিনটিতে জাতীয় স্তরে “জাতীয় পতাকা দিবস” হিসেবে পালিত হয়। ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’ হল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি বিদ্যালয়, যার দায়িত্বভার ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ গ্রহণ করেছে। […]