Posted inরাজ্য

সরস্বতী পুজো উপলক্ষে মূর্তি পাড়ায় চলছে শেষ তুলির টান

আগরতলা :বিদ্যা দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে মূর্তি পাড়ায় ব্যস্ততা চরমে। আর মাত্র দুইদিন অপেক্ষা।এরপরই বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে। সরস্বতী পূজা কে সামনে রেখে মূর্তি পাড়ায় গুলিতে এখন চরম ব্যস্ততা দেখা যাচ্ছে। বাগদেবী সরস্বতীর প্রতিমায় চলছে শেষ তুলির টান। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাটির কাজে শেষ […]