Posted inরাজ্য

রোমান স্ক্রিপ্টের দাবিতে তিপ্রা মথার বার্তা স্পষ্ট : প্রদ্যুৎ

আগরতলা : ত্রিপুরার রাজনীতিতে ককবরক ভাষা শুধুই একটি ভাষা নয়—এটি আত্মপরিচয়, ইতিহাস ও অস্তিত্বের প্রশ্ন। অথচ সেই অস্তিত্বের প্রশ্নেই বারবার রাজনৈতিক টালবাহানা ও সিদ্ধান্তহীনতার শিকার হচ্ছেন রাজ্যের বৃহত্তর জনজাতি সমাজ। এই প্রেক্ষাপটে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে লেখার জোরালো দাবিতে সরব হলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর […]