Posted inরাজ্য

কেন্দ্র, মণিপুর ও মিজোরামের ধান সার্টিফিকেশন করার অনুমতি দিল ত্রিপুরাকে: কৃষিমন্ত্রী

আগরতলা।।কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, কেন্দ্র সরকার ত্রিপুরাকে, মণিপুর ও মিজোরামের ধান সার্টিফিকেশন করার অনুমোদন দিয়েছে। মন্ত্রী বলেন যদি ত্রিপুরা কৃষি দপ্তর, মণিপুর ও মিজোরামের ধানকে সার্টিফিকেশন দেয় , তবে তাদের ধান সত্যিকারের স্বীকৃতিপ্রাপ্ত হবে। মন্ত্রী এ কথা বলেন এডি নগরস্থ রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের প্রাঙ্গণে ডঃ এম. এস. স্বামিনাথনের […]