আগরতলা:শুক্রবার বুকে ব্যথা নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরী তলবে শুক্রবার তার অপারেশন হয়েছে। রাজীব ভট্টাচার্যের বুকে ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসকদের ধারণা ছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেই মুতাবিক চিকিৎসকরা ও যাবতীয় ব্যবস্থা নিয়ে অপারেশন করান। সর্বশেষ খবর তার হৃদয়ে একটি স্ট্যান বসানো হয়েছে। আর শারীরিক […]
