Posted inরাজ্য

১৬তম বর্ষে ‘পুথিবা লাই-হারাওবা’ উৎসব ও মেলা, শুরু ১৯শে

আগরতলা : রাজ্যের মণিপুরী সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী পরম্পরা উৎসব ‘পুথিবা লাই-হারাওবা’ এ বছর ১৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে টানা পাঁচ দিন ধরে চলবে এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ মেলা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় পুথিবা লাই-হারাওবা কমিটি এবং পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারেল সোসাইটির যৌথ উদ্যোগে অভয়নগরস্থিত […]