আগরতলা: পি এম সূর্যঘর মুফত বিজলি জনার সুবিধা মানুষ যাতে নিতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় হচ্ছে সচেতনতা শিবির। বুধবার রাজধানীর আশ্রম চৌমুহনী পুর নিগমের পূর্ব জোন্যাল অফিসে হয় একদিনের শিবির। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা শহুরি জীবিকা মিশন-র সহযোগিতায় আগরতলা পুর নিগম প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির করে। শিবিরটির […]