Posted inরাজ্য

রাজ্য জুড়ে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার গতি ত্বরান্বিত করতে সচিবের পর্যালোচনা বৈঠক

আগরতলা:পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার কাজ দ্রুত ও মান সম্পন্নভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বুধবার দুপুরে বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে দপ্তরের সচিব অভিষেক সিং (আইএএস) এই প্রকল্পে নিযুক্ত সমস্ত এজেন্সি কথা ভেন্ডারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। মূল লক্ষ্য—গুণগতমান বজায় রেখে প্রত্যেক ভোক্তার বাড়িতে সময়মতো সোলার প্যানেল স্থাপন নিশ্চিত […]