আগরতলা।।দীর্ঘ ১৭ বছর ধরে সনাতন সন্ত্রাস কিংবা গেরুয়া সন্ত্রাস বলে যে অভিযোগ ছিল তা এখন ধারাশাহী হলো। গত দুই দিন আগে সেই অভিযোগের খন্ডন হয়েছে।মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাত অফিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি বলেন, ২০০৮ সালের […]