Posted inরাজ্য

কমলপুর–খোয়াই জাতীয় সড়কের বেহাল অবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেন্দ্রীয় স্তরে পদক্ষেপ

আগরতলা ।।কমলপুর থেকে খোয়াই পর্যন্ত জাতীয় সড়কের (প্রায় ১২ কিমি) বেহাল অবস্থার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা, গত ১০ই মে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী মাননীয় নিতিন গড়কড়িকে এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেন। উক্ত চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গত ২২শে জুলাই এক লিখিত চিঠিতে জানান, Central Road Research Institute (CRRI)-র একটি […]