তেলিয়ামুড়া : রাজ্যের সমস্ত মহকুমা ও শহরজুড়ে ওষুধের দামে অনিয়ম এবং শিশুদের জন্য নিষিদ্ধ যেকোনো ধরনের কফ সিরাপ বিক্রির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার খোয়াই মহকুমায় আচমকা এক অভিযান চালায় ড্রাগস কন্ট্রোল দপ্তর। হাসপাতাল সংলগ্ন দোকান থেকে শুরু করে শহরের বিভিন্ন ফার্মেসিতে টানা পরিদর্শন করেন স্টেট ডেপুটি ড্রাগস কন্ট্রোলার সুব্রত দাস, ড্রাগস ইনস্পেক্টর অভিজিৎ দাস, ড্রাগস ইনস্পেক্টর […]
