আগরতলা।।আগরতলা পুর নিগমের নতুন বিল্ডিং রুলস অনুযায়ী বিল্ডিং তৈরী করা জরুরি। এই ক্ষেত্রে বিল্ডিং তৈরির প্ল্যান দেবেন পুর নিগমের অনুমোদিত বিল্ডিং প্ল্যানাররা। তাদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। আগরতলা শহর স্মার্ট সিটি হওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং রুলস এর ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। কিন্তু অনেকেই সেই নিয়মসম্পর্কে অবগত নন । এই ক্ষেত্রে পুর নিগম অনুমোদিত বিল্ডিং প্ল্যানার […]