Posted inরাজনীতি

১১দফা দাবিতে জেলা শাসকের নিকট নারী সমিতির ডেপুটেশন

আগরতলা:শুক্রবার ১১ দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করতে যায়। কিন্তু জেলা শাসক না থাকায় অতিরিক্ত জেলা শাসকের নিকট তারা তাদের দাবী সনদ তুলে দেয়। তারা দাবি তুলে বর্তমান ভারত বর্ষে ক্ষুদ্রঋণ ব্যবস্থা শোষণের হাতিয়াতে পরিণত হয়েছে।বিশেষ করে নারীরা এই ঋনচক্রে ভয়ঙ্করভাবে জড়িয়ে পড়ছেন।এম এফ আই এবং নন ব্যাংকিং […]