আগরতলা।।রাজধানীর আগরতলায় বিভিন্ন রাস্তার পাশে এখন স্মার্ট সিটি প্রকল্পে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে । মেয়র দীপক মজুমদার খোদ বিভিন্ন জায়গায় এই কভার ড্রেন বিনির্মানের কাজ পরিদর্শনে যাচ্ছেন। কোথাও কোনো সমস্যা থাকলে তিনি নিজে ছুটে যান। মঙ্গলবার উজান অভয়নগর থেকে জিবি যাওয়া রাস্তায় ড্রেনের কাজ পরিদর্শন করেন। কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিক সহ এলাকাবাসীর সঙ্গে। পরে […]