আগরতলা: কর্পোরেট স্বার্থবাহী বাজেটের বিরোধিতায় গণঅবস্থান বামেদের। রাজ্যেও ৫ টি বাম দল সিপিআইএম, সিপিআই,আরএসপি,ফরওয়ার্ড ব্লক সিপিআইএম এল যৌথ ভাবে বাজেটের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। শুক্রবার ৫ বাম দল ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান সংগঠিত করে। বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী-সমর্থকরা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, বাম নেতৃত্ব মিলন বৈদ্য, জয়গোবিন্দ দেবরায়, […]