আগরতলা:নারী ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি বীমা সখি যোজনা চালু করেছে এল আই সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুজনার সূচনা করেছিলেন। পাশাপাশি এল আই সি একাধিক প্ল্যান এনেছে। যার মতে ইনডেক্স প্লাস ২০ একটি স্বল্পমেয়াদি প্ল্যান রয়েছে। এছাড়া ১০ শতাংশ গ্যারান্টেড প্ল্যান লঞ্চ করা হয়েছে। যা জীবনভর পাওয়ার সুযোগ রয়েছে। শূন্য থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত নাগরিকরা […]
