আগরতলা:অবিলম্বে ‘কালা শ্রম কোড’ বাতিল করার পোশাকি স্লোগানে কর্মসূচিতে জোরালো করা হয়েছে।দেশ ও রাজ্যের শ্রমজীবীদের বেঁচে থাকার ন্যায্য আদায়ে জনবিরোধী কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার বার্তায় মঙ্গলবার শ্রম কোড বাতিল সহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস শ্রম দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি দিয়ে কর্মসূচিকে সর্বাত্মক […]
