আগরতলা:বিমান বিরম্বনার শেষ নেই।দেশের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর বিমান পরিষেবা শুক্রবারও মুখ থুবড়ে পড়েছে গোটা দেশের। সেদিনও দেশজুড়ে প্রায় ৩০০ বিমান বাতিল করতে হয়েছে ইন্ডিগোকে। শুধু দেশীয় উড়ান নয়, আন্তর্জাতিক উড়ানেও বাতিল হয়েছে ইন্ডিগোর বিমান। ত্রিপুরার এম বি বি বিমান বন্দরেও চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।বিনা নোটিশেই একের পর এক বিমান বাতিল! গোটা দেশের […]
