আগরতলা।।গ্রামীণ অর্থনীতির বিকাশে হস্ততাঁত শিল্পের একটা বিশেষ ভূমিকা রয়েছে। রাজ্যে হস্ত তাঁত জাত সামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে। সে তুলনায় যোগান বাড়াতে তাঁতিদের সংখ্যা বাড়ানো হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বললেন হস্ত তাঁত ও কারু শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সারা দেশের সঙ্গে রাজ্যে পালিত হলো ১১তম জাতীয় হ্যান্ডলুম দিবস। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে […]