আগরতলা।।আগরতলা রেল স্টেশনে আবারো গাঁজা সহ ধৃত এক যুবক। মঙ্গলবার দুপুরে জি আর পি থানার পুলিশ তাকে আটক করেছে। ধৃত যুবকের নাম জালাল হুসেন , বয়স ৩১। বাড়ি সোনামুড়া। তার কাছ থেকে ১২ কেজি ২১৫ গ্রাম গাঁজা পাওয়া গিয়েছে। কালোবাজারে এর আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে পুলিশের অনুমান। ধৃত যুবককে জিগ্গাসাবাদ চালিয়েছে পুলিশ। […]
