আগরতলা।।রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৃহস্পতিবার সকালে সিমনায় ব্রহ্মকুন্ড চা বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চা বাগানের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ব্রহ্মকুন্ড চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান, রাজ্য সরকার চা প্রক্রিয়াকরণ শিল্পের আধুনিকীকরণে পদক্ষেপ নিয়েছে। ব্রহ্মকুন্ড চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ভালোভাবেই চলছে। রাজ্যপাল ব্রহ্মকুন্ড চা বাগানের পর্যটন কেন্দ্রটিতে পৌছালে তাঁকে স্বাগত […]