আগরতলা।।পূর্বাশা আরবান হাটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ৭দিন ব্যাপী জেলা স্তরে গান্ধী শিল্প মেলা এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি, বিশ্বজিৎ শীল, উপস্থিত ছিলেন অজিত শুক্ল দাস ব্যবস্থাপনা পরিচালক টিএইচএইচডিসি লিমিটেড ত্রিপুরা সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারত সরকারের হস্তশিল্প পরিষেবা কেন্দ্রের সহ অধিকর্তা পম্পা কর্মকার সহ অন্যান্যরা। এই মেলায় ত্রিপুরা সহ […]